আজ সকাল ৭টা ২২ মিনিটে তোলা ছবি

SER-10,ময়নাগুড়ি, ১৬ মে: রেড জোনকে তোয়াক্কা না করেই চলছে বাজার হেলদোল নেই  প্রশাসনের। এমনই চিত্র উঠে এলো আমাদের সংবাদ একলব‍্যের ক‍্যামেরায়। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি রোড বাজার রেড জোনে অথচ হাট-বাজারে উপচে পরা ভীড়। মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব। দেখা নেই পুলিশ প্রশাসনের। সাথে মুখে মাস্ক নেই বেশিরভাগ মানুষের।  

কেন চুপ প্রশাসন? কেন ময়নাগুড়ি ব্লকের সবচেয়ে বড় বাজার ময়নাগুড়ি রোড এবং যেখানে শতাধিক লোকজনের সমাগম সেখানে কেন নেই কোন পুলিশ প্রশাসন? এনিয়ে অনেক প্রশ্ন উঠে আসছে স্থানীয় সচেতন মানুষের মনে! 

তবে কি এভাবেই অনবরত চলতেই থাকবে হাট বাজার। এ'বিষয়ে রোড এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, "সচেতনতার বড্ড অভাব তাই মানুষজন মুখে মাস্ক না পরেই এবং সামাজিক দুরত্ব না মেনেই করছে হাট বাজার। রোডের মতো একটি বড়ো বাজারে পুলিশ প্রশাসন থাকলে খুবই ভালো হতো।"

কবে মানুষ সচেতন হবে বলা খুবই মুশকিল। রেড জোনে আছে জলপাইগুড়ি জেলা তবুও অ'সচেতনত সাধারণ মানুষ।