অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে আরআর বেঙ্কটপুরম গ্রামে এলজি পলিমার ওষুধ কোম্পানিতে গ্যাস লিক করে ১১জন মৃত্যু হয়েছে, যার মধ্যে এক জন শিশু। ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৮০জন রয়েছে ভেন্টিলেশনে বলেই সূত্রের খবর।

এরই মাঝে ২৪ ঘণ্টা না পেরোতেই ফের লিক করা শুরু করেছে গ্যাস। ঘটনাস্থলে রয়েছে ৫০ জন দমকলকর্মী ও এনডিআরএফ টিম। জেলা প্রশাসন এলাকার ২ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। ২টি ফোম টেন্ডার সহ ১০ টি আরও ফায়ার টেন্ডার ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। যে কোনও জরুরি অবস্থার জন্য প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স। 

ঘটনার প্রাথমিক তদন্তে সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পাওয়া গিয়েছে। মার্চ থেকে ট্যাঙ্ক দুটির কোনও প্রযবেক্ষন করা হয়নি বলে অভিযোগ। লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ ছিল ফলে রাসায়নিক বিক্রিয়ার জেরে তাপ উৎপাদন হয়েছে। এরপরেই তা লিক করে ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।