আজ অল ইন্ডিয়া DYO-এর রাজ্য কমিটির ডাকে সারা বাংলা জুড়ে সমস্ত থানাতে মদের প্রসার বন্ধের দাবিতে প্রতিনিধি ডেপুটেশনের আহ্বান জানানো হয় ।

সেই আহ্বানে সাড়া দিয়ে কলকাতা জেলা কমিটির পক্ষে বরিশা ঠাকুরপুকুর অঞ্চলে ঠাকুরপুকুর থানাতে ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের কলকাতা জেলা সম্পাদক কমরেড সঞ্জয় বিশ্বাস ও কলকাতা জেলা অফিস সম্পাদক কমরেড পার্থ দে এবং অঞ্চলের ডিআইও কর্মীবৃন্দ ৷ 

বিক্ষোভকারীরা দাবী করেন," করোনা মহামারী যেভাবে দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে সেই পরিস্থিতিতে রাজস্ব আদায়ের অজুহাত দিয়ে মদের দোকান খোলা কোনোমতেই ঠিক নয়। তাই অবিলম্বে মদের দোকান বন্ধ করে সকল দরীদ্র মানুষকে খাদ্য ও চিকিৎসা প্রদান করতে হবে ৷"