করোনা সংক্রমণ রুখতে সারা দেশে প্রথম দফার লক ডাউন জারির পরেই অনাহারে থাকা অসহায় পরিযায়ী শ্রমিকরা যাতায়তের যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই ঘরে ফেরার পথ বেঁচে নিয়েছে। এর জেরেই অনেকেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, প্রান হারিয়েছে অনেকেই। 

কেন্দ্র পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার অনুমতি দেওয়ার পর ফের সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটছে। ঘরে ফেরার তাগিদে শ্রমিকের অক্লান্ত পথচলা! যদিও পরিযায়ীদের ঘরে ফেরাতে রেল, বাসের বন্দোবস্ত করেছে সরকার। অনেকেই টাকার অভাবে কিংবা টিকিট সংগ্রহের সঠিক উপায় না পেয়ে বেঁচে নিয়েছে দুই পা। 

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ট্যুইট করে সমস্ত রাজ্যকে নির্দেশ দেয়, রাস্তায় যদি দেখা যায় পরিযায়ী শ্রমিকেরা পায়ে হেঁটে বাড়ি ফিরছেন, তাঁদের থামিয়ে যেন নিকটবর্তী সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়, দেওয়া হয় জল, খাবার।