করোনা আবহে সুখবর শোনালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পরিবেশ বান্ধব শিল্প গড়তে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের ৬জেলার ৫০ হাজার একর জমিতে হবে সেই শিল্প। প্রকল্পের নাম মাটির সৃষ্টি। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে সাড়ে ৬ হাজার একর জমিতে ওই প্রকল্প গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
বাঁকুড়া, পুরুলিয়া বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তৈরি হবে মাটির সৃষ্টি প্রকল্প। সংশ্লিষ্ট এলাকার কৃষকদের নিয়ে সমবায় সমিতি গড়ে প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের যে এলাকা গুলিতে চাষ ভালো হয় না, রুক্ষ মাটি রয়েছে সেই সব এলাকাগুলিতে এই প্রকল্পের কাজ হবে বলে জানা গেছে। বহুদিন আগে থেকেই এই প্রকল্প নিয়ে বিশেষ চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছিল রাজ্য সরকার। ওই ছয় জেলার সাড়ে ৬ হাজার একর জমিতে ইতিমধ্যেই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Social Plugin