Latest News

6/recent/ticker-posts

Ad Code

যোগা গুরু শ্রী শ্রী রবিশঙ্কর জীর ৬৪ তম জন্মদিবস উদযাপন


অরবিন্দ শর্মা, দিনহাটাঃ গোটা বিশ্ব যখন করোনা প্রকোপে স্তব্ধ, সামাজিক দূরত্ব যখন বজায় রাখাই মূল শর্ত তখন সীমান্তবর্তী এলাকা দিনহাটার রংপুর রোড সংলগ্ন ফকিরতকেয়া এলাকায় এদিন পালিত হল শ্রী শ্রী রবিশঙ্কর জীর ৬৪ তম জন্মদিন।

করোনা মোকাবিলার নিধান সামাজিক দূরত্ব মেনেই পালিত হল যোগা গুরু শ্রী শ্রী রবি শঙ্কর জীর ৬৪ তম জন্মদিবস। আসন প্রানায়াম যোগার মধ্য দিয়ে মানসিক শাস্তি ও নিরোগ থাকা যায় তিনি তা বিশ্ববাসীকে দেখিয়েছেন। গুরুজীর সৃষ্টি আর্ট অফ লিভিং বিশ্বের বিভিন্ন দেশে সেবার কাজ করে চলেছে। বতর্মানে যোগাচারিয়া গন করোনা কবলিত এলাকায় ত্রান বিলি করে চলছে।

দিনহাটা আর্ট অফ লিভিং ফকির তকেয়া শাখার উদ‍্যোগে গুরু দেবের জন্মদিন পালন করল। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জীবন কৃষ্ণ দেবনাথ, জগবন্ধু দেবনাথ, সঞ্চিতা বর্মন, নগেন বর্মন, মমতা প্রমুখ যোগাচারিয়া।

Ad Code