করোনা সংক্রমণের জন্য চলছে লক ডাউন। লক ডাউনের জেরে ধুঁকছে অর্থনীতি। তলানিতে ঠেকেছে রাজ্যের আয়। এই পরিস্থিতিতেও মানবিক মুখই দেখাল রাজ্য সরকার।

রাজ্য সরকারি কর্মীদের জন্য উত্‍সব বোনাস এবং অ্যাডভান্সের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীদের উত্‍সব বোনাস দেওয়া হবে কিনা, তা নিয়ে এ দিনই বৈঠক ছিল নবান্নে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের উত্‍সব বোনাস ২০০ টাকা বাড়িয়ে ৪২০০ টাকা করা হচ্ছে।যা গত বছর ছিল ৪০০০ টাকা। উত্‍সব অ্যাডভান্স বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। যা আগে ছিল ৮০০০ টাকা। এর জন্য বাড়তি ৪০০ কোটি টাকা খরচ হবে রাজ্যের।