Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্রেকিং নিউজ: সারা দেশে লক ডাউনের মেয়াদ বাড়িয়ে নির্দেশিকা জারি কেন্দ্রের

করোনা সংক্রমনের জেরে সারা দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে প্রথম দফার লক ডাউন শেষ হওয়ার পর দ্বিতীয় দফার লক ডাউন আগামী ৩রা মে পর্যন্ত জারি রয়েছে। দ্বিতীয় দফার লক ডাউন শেষ না হতেই এদিন লক ডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়ে নির্দেশিকা জারি করলো স্বরাষ্ট্রমন্ত্রক।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিতিতে লক ডাউন নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকের পরেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে তৃতীয় দফায় লক ডাউন ঘোষনা করা হল। আগামী ৪ঠা মে থেকে জারি হবে সেই লক ডাউন। লক ডাউন চলবে ১৭ই মে পর্যন্ত।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে করোনা পরিস্থিতি সামগ্রিক পর্যালোচনার পর লকডাউনের ইতিবাচক প্রভাব একপ্রকার স্পষ্ট। তাই ভারত সরকারের বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে চিহ্নিত রেড, অরেঞ্জ ও গ্রিন জ়োনের কোথায় কতটা ঝুঁকি রয়েছে, কী করনীয় বা কীসে নিষেধাজ্ঞা, তার গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এছাড়া লকডাউন চলাকালীন অরেঞ্জ ও গ্রিন জোনে বেশ কিছু ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র।

সাথে সাথে বন্ধ থাকবে বিমান, রেল এবং মেট্রো পরিষেবা। এমনকি আন্তঃরাজ্য যাতায়াতেও নিষেধাজ্ঞা বহাল থাকবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, সিনেমা হল, স্টেডিয়াম সবকিছুই আগামী ১৭ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। এছাড়াও সরকার কোনও রকমের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ধর্মীয় সমাবেশও নিষিদ্ধ।

Ad Code