সারা ভারতে করোনার দাপট অব্যাহত। সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে চতুর্থ দফায় চলছে লক ডাউন, যার মেয়াদ ৩১শে মে পর্যন্ত। তবে, ৩১শে মে-এর পর লক ডাউন বাড়বে নাকি লক ডাউন উঠে যাবে তা নিয়ে এখনও মুখ খোলেনি কেন্দ্র। তবে, সংক্রমণের হার দিনের পর দিন বেড়েই চলছে। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি চাপে। আর সে কারণে দেশের এই রাজ্যে লকডাউন ৩১ মে-র পরও চলতে পারে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আজ রবিবার এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।
রবিবার একটি ভিডিও বার্তায় উদ্ধব বলেন, '৩১ মে-র পর লকডাউন নাও উঠতে পারে। মহারাষ্ট্রে করোনার সংক্রমণ এখন লাফিয়ে বাড়ছে। এই অবস্থায় আমাদের আলোচনা করে ভবিষ্যতের পদক্ষেপ ঠিক করতে হবে। তবে স্বাস্থ্য কর্মীদের আশ্বস্ত করে বলতে চাই, আমরা তাঁদের পাশে রয়েছি'। পাশাপাশি, অন্তর্দেশীয় বিমান বন্ধ রাখার পক্ষেও সওয়াল করেন তিনি।
Social Plugin