করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলছে লক ডাউন। প্রথম, দ্বিতীয় করে তৃতীয় দফায় লক ডাউন ঘোষণা হয়েছে কেন্দ্রের তরফে। কিন্তু, প্রথম রাজ্য হিসেবে সেই লক ডাউনের মেয়াদ বাড়িয়ে ২৯ মে পর্যন্ত ঘোষণা করলো তেলঙ্গানা। 

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানান, সন্ধে ৬ টার মধ্যে রাস্তা পুরোপুরি খালি করতে হবে এরপর বাড়ি থেকে কেউ বেরোতে পারবেন না। প্রয়োজন অনুযায়ী, জরুরি জিনসপত্রও তার আগে কিনে নিতে হবে। সন্ধে ৭টা থেকে রাজ্যে কার্ফু জারি হবে। যদি সেই সময় কেউ বাড়ির বাইরে আসেন, তাহলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। ৬৫ বছরের বেশি এবং ছোট বাচ্চাদের বাড়তি নিষেধাজ্ঞা থাকছে, জানিয়েছেন তিনি। 

সরকার প্রস্তুত রয়েছে। সব রকম চিকিত্‍সা পরিষেবা রয়েছে তাঁদের কাছে। তবে সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে বলেই রাজ্যবাসীকে জানান তিনি।