Last mounted Cavalry regiment of Indian Army to lose horses, get iron steeds

বিশ্বের খুব অল্প সংখ্যক দেশের প্রতিরক্ষা বিভাগে হয়েছে অশ্বারোহী বাহিনী। ভারতের স্বাধীনতার ঠিক পরেই সেনাদলে অন্তর্ভূক্ত করা হয় ৬১ অশ্বারোহী বাহিনী। এই বাহিনী মূলত সেনাবাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে হাজির থাকত। রাষ্ট্রপতির বিভিন্ন অনুষ্ঠানে এবং ২৬ জানুয়ারিতে দিল্লীর কুচকাওয়াজে এই অশ্বারোহী বাহিনী দেখা যেতো। এবার এই অশ্বারোহী বাহিনীর অবলুপ্তি ঘটতে চলেছে। 

ভারতীয় সেনাবাহিনীর উন্নতিকরণে লেফটেন্যান্ট জেনারেল জিবি শেখাতকার এর অধীনে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সুপারিশ মেনেই এই পরিবর্তন বলে জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। সেনাবাহিনী সূত্রের খবর, এই বাহিনীতে ঘোড়ার পরিবর্তে জওয়ানদের কাছে শোভা পাবে অত্যাধুনিক ট্যাঙ্ক। দেশের বিভিন্ন প্রান্তে তিনটি স্বায়ত্তশাসিত স্কোয়াড্রন রয়েছে যেগুলিকে একই ছাতার তলায় আনা হবে। সেনাবাহিনীর এই ঘোড়াগুলিকে রাখা হবে দিল্লীর আর্মি পোলো ও রাইডিং ক্লাবে।

এই অশ্বারোহী বাহিনীর অবলুপ্তির পরে রাষ্ট্রপতির নিজস্ব অশ্বারোহী বাহিনী বাদে আর কোনো ঘোড়ার অস্তিত্ব থাকলো না ভারতীয় সেনায়।