করোনা পরিস্থিতিতে আত্মনির্ভর ভারত অভিযানে ২০লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার বিশদ বিবরণ বুধবার থেকেই সাংবাদিক বৈঠকে জানাচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমান। রবিবার তার পঞ্চমদিনের সাংবাদিক বৈঠক। এদিনেই ২০লক্ষ টাকার প্যাকেজ নিয়ে অর্থমন্ত্রীর শেষ বৈঠক। এদিন সকাল এগারোটায় সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
বুধবার মাইক্রো-স্মল-মিডিয়াম এন্টারপ্রাইজ নিয়ে প্যাকেজ, বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিক, হকার ও প্রান্তিক কৃষকদের প্যাকেজ, শুক্রবার কৃষি, পশুপালন, উদ্যানপালন, মত্স্যচাষ, দুগ্ধশিল্প ও খাদ্য প্রক্রিয়াকরণ সম্পর্কে এবং শনিবার কয়লা, খনি, প্রতিরক্ষা, আণবিক শক্তি ও মহাকাশ গবেষণা ক্ষেত্রে একগুচ্ছ সংস্কারের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। রবিবারই তাঁর এই বিষয়ে পঞ্চম তথা শেষ সাংবাদিক বৈঠক।
শেষ দিনের বৈঠকের দিকে তাকিয়ে জনগণ।
Social Plugin