পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। যদিও প্রথম দিকে পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে রাজ্যের ভূমিকায় প্রশ্ন উঠেছিল। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকেও অসহযোগিতার অভিযোগ ছিল। অন্যদিকে, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে সরব হয়েছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। বারেবারে মুখ্যমন্ত্রীকে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বন্দোবস্ত করার অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, এরপরেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০৫টি ট্রেনের বন্দোবস্ত করেন। মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে স্বাগত জানানোর পাশাপাশি বাংলার জন্য ১০৫টি আরও ট্রেন দরকার বলে জানিয়েছেন অধীর চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে টুইট করে ১০৫টি ট্রেনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “দেশের বিভিন্নপ্রান্তে আটকে থাকা মানুষ, যাঁরা বাংলায় ফিরতে চান তাঁদের সাহায্যের অঙ্গীকার মেনে অত্যন্ত খুশি সঙ্গে জানাচ্ছি যে, আমরা ১০৫টি স্পেশ্যাল ট্রেনের বন্দোবস্ত করেছি। আগামী দিনে এই স্পেশাল ট্রেনগুলি বাংলায় ফিরতে চাওয়া মানুষদের নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আসবে।”
অধীর চৌধুরী বলেন, “আমাদের তথা সারা বাংলার পরিযায়ী মানুষদের দাবীকে অবশেষে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী ১০৫ টি ট্রেনকে বাংলায় ঢোকার অনুমতি দিলেন। তার সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু এই ফেরানোর ব্যবস্থা অতি দ্রুত করতে হবে, শুধু ১০৫-এ থেমে থাকলে হবে না, আরও বেশি ট্রেন দরকার। ট্রেনের কোনো অভাব নেই, মুখ্যমন্ত্রী যত চাইবেন তত পাবেন, রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন আমায়। রেলমন্ত্রী আমায় বলেছেন, বাংলার প্রয়োজন হলে প্রতিদিন ১০০টা করে ট্রেন দেবেন।”
মুখ্যমন্ত্রীকে অধীর চৌধুরীর অনুরোধ, “পরিযায়ীদের গন্তব্যস্থল অনুযায়ী ট্রেনগুলো সাজান, তাদের যতটা সম্ভব ট্রেনে করে নিজের জেলায় পৌঁছে দিন, যাতে বাসের প্রয়োজন কম হয়।”