করোনার জেরে স্থগিত হয়ে যাওয়া জয়েন্ট এন্ট্রান্স মেইনস (JEE Main) এর পরীক্ষা আগামী ১৮ থেকে ২৩ জুলাই এর মধ্যে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। এই পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা পুনরায় বাড়িয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মূলত করোনার জেরে যেসমস্ত পরীক্ষার্থী বিদেশে শিক্ষার পরিকল্পনা বাতিল করেছিল, তাঁদের পুনরায় সুযোগ দিতেই এই মেয়াদ বৃদ্ধি।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে ইচ্ছুক পরীক্ষার্থীদের মধ্যে যারা এখনো JEE মেইনসের জন্য ফরম ফিলাপ করেনি তাঁরা আগামী ১৯ থেকে ২৪ মে, ২০২০ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। ২৪ মে বিকেল পাঁচটার মধ্যে www.jeemain.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে এবং ওইদিন রাত ১১:৫০ এর মধ্যে আবেদন ফি এ করতে পারবে।

এছাড়াও আবেদন বা পরীক্ষা সংক্রান্ত বিশদে জানতে নিচের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন- 



পাশাপাশি, কোনো জিজ্ঞাসা থাকলে বা প্রয়োজনীয় কিছু জানতে যোগাযোগ করতে পারেবন নিম্নোক্ত মোবাইল নম্বরে - 

৮২৮৭৪৭১৮৫২,

৮১৭৮৩৫৯৮৪৫,

৯৬৫০১৭৩৬৬৮।