২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আয়ুষ্মান ভারত প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি, যা বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্যপ্রকল্প বলে দাবি করা হয়। সেই আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে বলে জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

বুধবার টুইট করে একথা জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, "এটি প্রত্যেক ভারতীয়কে গর্বিত করে তুলবে যে আয়ুষ্মান ভারত উপকারভোগীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। দুই বছরেরও কম সময়ে, এই উদ্যোগ এতগুলি জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। আমি সকল সুবিধাভোগী এবং তাদের পরিবারকে অভিনন্দন জানাই। আমি তাদের সুস্বাস্থ্যের জন্যও দোয়া করি।"
আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের ভূমিকার প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি, তাদের সুস্থতা কামনা করেছেন তিনি। অপর একটি টুইটে তিনি লেখেন, আমি আমাদের চিকিত্সক, নার্স, স্বাস্থ্যসেবা কর্মী এবং আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত অন্য সকলের প্রশংসা করি। তাদের প্রচেষ্টা এটিকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যসেবা কর্মসূচিতে পরিণত করেছে। এই উদ্যোগটি বেশ কয়েকটি ভারতীয়ের, বিশেষত দরিদ্র ও নিম্নবিত্তদের বিশ্বাস অর্জন করেছে।
এই প্রকল্পের এক কোটিতম সুবিধাভোগী মেঘালয়ের পূজা থাপা। তাঁর সঙ্গে কথা বলেছিলেন মোদি। সেই কথোপকথনের অডিও ক্লিপ ট্যুইটারে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। পূজার সাথে তাঁর শারীরিক পরিস্থিতি ও প্রকল্প নিয়ে কথা বলেন তিনি।
শুনুন সেই আলাপচারিতা-