গত ২৪ মার্চ দেশে লকডাউন ঘোষণার পর থেকেই ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।দেখতে দেখতেই পেরিয়ে যাচ্ছে প্রায় দুটো মাস, চলছে চতুর্থ দফায় লক ডাউন, যা আগামী ৩১শে মে পর্যন্ত চলবে। এর মাঝেই, বিমান চলাচল নিয়ে বড় ঘোষনা। আগামী ২৫শে মে থেকে ঘরোয়া বিমান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গেছে। 

বুধবার টুইট করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, দেশের সমস্ত বিমানবন্দর ও এয়ারলাইন্সকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের নিয়ম মেনে যাত্রী চলাচলের প্রক্রিয়া ঠিক করার জন্য আলাদা নির্দেশিকা জারি হবে। সেটাও দ্রুত জানিয়ে দেওয়া হবে। 

লক ডাউনের জেরে বন্ধ ছিল যাত্রীবাহী বিমান। শুধুমাত্র দেশের নানা প্রান্তে ওষুধ, খাবার ও অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেওয়ার জন্য বায়ুসেনার কার্গো বিমানই চালু ছিল। পরে, 'বন্দে ভারত মিশন' কর্মসূচীতে বিদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের প্রক্রিয়ায় শুরু হয় বিমান পরিষেবা।