আবারও ভারত চীন সীমান্তে উত্তেজনা, গত মাসেই লাদাখে সামনাসামনি হয়েছিল ভারত ও চীনের সেনা l চীনের সেনা দল বিনা প্ররোচনায় ঢোকার চেষ্টা করে ভারতের সীমানায়, ভারতীয় সেনা কঠোর হাতে তাঁদের ফেরত পাঠিয়ে দেয় চীনের সীমানায় l এরকম ঘটনা নুতন নয় লাদাখ সীমা থেকে অরুণাচল সিকিম প্রায় প্রত্যেক সীমান্তে এই ঘটনা ঘটনা ঘটিয়ে চলেছে চীন সেনা, প্রত্যেকটির যোগ্য জবাব বীরত্বের সাথে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী l

কিন্তু এবারে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ASPI (Australian strategic policy Institute) এর দেওয়া স্যাটেলাইট দৃশ্যে l তাঁদের চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে ভারতের পঙ্গন (Pangon ) ও গল্বন ভ্যালি (Galwan valley ) এর সীমান্তে চীনের ৮০ টি তাঁবু, ব্যাংকার ও সামরিক সাঁজোয়া গাড়ির যাতায়াত l 

চীনের এই কার্যকলাপ দেখে বসে নেই ভারতীয় সেনা তারাও ভারতীয় সীমায় তাঁবু গেড়ে চীনের গতিবিধির উপর নজর রেখেছে l

ইতি মধ্যে চিফ আর্মি জেনেরাল এম এম নারাভান ছুটে গেছেন লাদাখে এবং উচ্চ পর্যায়ের মিটিংও করেছেন সেনাবাহিনীর সাথে l 

চীনের এই কার্যকলাপকে সম্পূর্ণরূপে মোকাবিলায় প্রস্তুত ভারত বলে জানা গেছে সেনাবাহিনী সূত্রে l