Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঐতিহাসিক মে দিবস পালন CPIM ও CITU-এর


আজ ১লা মে ঐতিহাসিক মে দিবস । ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা দৈনিক কাজের সময় অনাধিক আট ঘন্টা, ন্যায্য মজুরি এবং সুরক্ষা-র দাবীতে ঐতিহাসিক আন্দোলন সংগঠিত করেন এবং দাবী আদায়ে শহীদ হন। 

করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে চলছে লক ডাউন। লক ডাউনের মাঝেই দিনহাটা CPIM কার্যালয় কমরেড প্রমোদ দাশ গুপ্ত ভবনে ঐতিহাসিক মে দিবস পালন করার পাশাপাশি অসহায় নিরন্ন মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় এদিন।

CITU দিনহাটা কার্যালয়েও  ঐতিহাসিক মে দিবস পালন করার পাশাপাশি বেসরকারি পরিবহনের সঙ্গে নিযুক্ত শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরন করে CITU'র নেতৃত্ব। 

করোনা সংক্রমণের জেরে লক ডাউন থাকায় সমস্ত নিয়ম কানুন মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখেই এদিনের এই কর্মসূচী পালন করেন।  

Ad Code