Sample Picture- source: Google
করোনা সংক্রমনে একদিকে কাবু রাজ‍্য অন‍্যদিকে আম্ফানের থাবায় বিধ্বস্ত রাজ‍্যের দক্ষিনবঙ্গ। এমন পরিস্থিতিতে বেশ কিছু স্কুল ক্ষতিগ্রস্থ হয়েছে বলেই জানান শিক্ষামন্ত্রী। এদিন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায় বলেন, আম্ফানে বিপর্যস্ত ৮জেলায় ১০৫৮টি উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার সেন্টারের মধ‍্যে ৪৭০ সেন্টার ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি, পরিযায়ী শ্রমিকেরা ফিরছে ফলে বহু স্কুলকে কোয়ারাইন্টিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। এমন পরিস্থিতির জেরে আগামী ৩০শে জুন পর্যন্ত বিদ্যালয় ছুটি থাকবে বলে ঘোষণা করেন তিনি। 

তবে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষামন্ত্রী চিন্তিত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে। তাই বিকল্প ব্যবস্থা করার চেষ্টায় রয়েছেন। 

স্কুল শিক্ষা বন্ধ থাকলেও যে বিকল্প পথে পড়ুয়াদের লেখাপড়া বজায় রাখতে চাইছে সরকার। তিনি জানান, ডিআই, এসআইদের পূর্ণ সহযোগিতায় এই বিকল্প পথ বেছে নেওয়া যেতে পারে। 

যেসকল স্থানীয় শিক্ষকরা রয়েছেন তাঁদেরকে নিয়ে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে ছোট ছোট দল তৈরি করে ছাত্রছাত্রীদের পড়াবেন। সেক্ষেত্রে বাচ্চারা কিছুটা শিখবেন বলেই মনে করছেন শিক্ষামন্ত্রী। 

এটা ঠিক করবেন স্কুল শিক্ষা দফতরের ডিআই, এসআই স্তরের আধিকারিকরা। তালিকা তৈরি করার কথাও জানান শিক্ষামন্ত্রী।