বিশ্ব নার্স দিবসে  জলপাইগুড়ি সদর হাসপাতাল সহ জল শহরের প্রত‍্যেক নার্সকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে মাস্ক, স‍্যনিটাইজার,হ‍্যান্ড গ্লাভস, চকলেট বিতরণ করলো গ্রীন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনে।

উপস্থিত ছিলেন,গ্রীন ভ‍্যালির সম্পাদক পাপ্পু শীল এবং সংগঠনের বিভিন্ন সদস্য - সদস্যা। 

গ্রীন ভ‍্যালির সম্পাদক পাপ্পু শীল বলেন, আজ বিশ্ব নার্স দিবস। আমাদের গ্রীন ভ‍্যালির পক্ষ থেকে জল শহরের প্রত‍্যেক নার্সকে সংবর্ধনা জানানো হয়। করোনা মহামারিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সুরক্ষিত রাখবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন,তাই সকল নার্সদের জন্য আমাদের গ্রীন ভ‍্যালির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে  স‍্যনিটাইজার,মাস্ক,হ্যান্ড গ্লাভস ও চকলেট তাদের হাতে তুলে দেওয়া হয় ।