করোনা সংক্রমণের জেরে সারা দেশ জুড়ে চলা লক ডাউনের মাঝেই অনাহারে অসহায় হয়ে ঘরে ফিরতে বাধ্য হচ্ছে ভিন রাজ্যে কাজে যাওয়া অভিবাসী শ্রমিকেরা। যদিও, কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় তাঁদের ফেরাতে উদ্যোগী হয়েছেন। ব্যবস্থা করেছেন ট্রেন- বাসের। করোনার মাঝেই আম্ফান ঝড়ে বিপর্যস্ত হয় দক্ষিণবঙ্গ। এর জেরে ট্রেন বন্ধ রাখার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের দুর্দশায় সাহায্যের হাত বাড়িয়েও দেয় কেন্দ্রীয় রেল মন্ত্রক। বন্ধ থাকে ট্রেন। আর, তারপরেই, রাজ্যকে না জানিয়ে হাজার হাজার শ্রমিককে ট্রেনে ফেরত পাঠানো নিয়ে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, পরিযায়ী শ্রমিকদের নিয়ে করোনা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেই প্রেক্ষিতেই রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে টুইট করে খোঁচা দেন। 

রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, “যে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসছেন, তাঁরা আমাদের আপনজন। তাঁরা পেটের দায়ে রাজ্য ছাড়তে বাধ্য হয়েছিলেন। ওঁরা আমাদের সম্পদ, কেউ ফেলনা নন। আমাদের ছেলেমেয়েরা প্রতিকূল পরিস্থিতিতে পড়ে নিজেদের ঘরে, আপনজনের কাছে ফিরতে চাইতেই পারেন।বিশ্বব্যাপী মহামারীর প্রেক্ষাপটে নিজেদের বাড়ি ফিরে আসলে তাঁদের উষ্ণ আমন্ত্রণ প্রাপ্য। তাঁদেরকে কোভিড সংক্রমনকারী হিসেবে দেগে দেওয়া অন্যায়, অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং হৃদয়বিদারক।মানবিক মূল্যবোধ অটুট রেখেও কোভিড-১৯ সংক্রান্ত সমস্ত নিয়মাবলী এবং নির্দেশ মেনে চলা যায়।"