Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউন অমান্য করার কথা বললেন দিলীপ ঘোষ, শুরু হয়েছে বিতর্ক


করোনা সংক্ৰমণ রুখতে দেশজুড়ে লকডাউন কার্যত করেছে মোদি সরকার। কিন্তু বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে শোনা গেলো লকডাউন অমান্য করার কথা যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 

২৫শে মে নবদ্বীপে এক কোয়ারাইন্টিন সেন্টার পরিদর্শনে যান রানাঘাটের বিজেপি সাংসদ জগনাথ সরকার। এরপরেই তাঁর বাড়িতে স্বাস্থ্য দপ্তরের তরফে ১৪দিনের কোয়ারাইন্টিনে থাকার নোটিশ পাঠানো হয়। এদিকে, সাংসদের দাবি, ওইদিনেই তৃণমূল নেতা তথা প্রাক্তন চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা হোম কয়ারাইন্টিনে দলবলসহ বিধি মেনেই কয়ারাইন্টিনে ঢোকেন। তাঁকে নোটিশ পাঠানো হয়নি। এক কাজের জন্য আলাদা ফল হতে পারেন। 

এই প্রসঙ্গেই বুধবার এক সাংবাদিক বৈঠকে সুর চড়ান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সরকার রাজনীতি করতে গিয়ে প্রশাসনকে বিজেপির পিছোনে লাগিয়ে রেখেছে। যে সরকার কেন্দ্র সরকারের আইন মানে আমরা তাঁর আইন কেন মানবো? আমি বলছি আমার কোনও কর্মী কোনও কোয়ারাইন্টিন, লক ডাউন মানবে না, কি করবে দেখে নেব।

এই মন্তব্যকে কেন্দ্র করে সুর চড়ায় তৃনমূলও। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, দিলীপ ঘোষের কত তীব্র বুদ্ধি এতে বোঝা যায়। নরেন্দ্র মোদী বলছেন লক ডাউন মানতে আর দিলীপ ঘোষ বলছেন মানবেন না। এতো জন বিরোধী। লক ডাউন মানবেন না, করোনার বিপদ বাড়িয়ে তুলবেন একি মেনে নেওয়া যায়? 

এদিকে, নিজের অবস্থানেই অনড় বিজেপি রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ। 

Ad Code