করোনা পরিস্থিতির জেরে জারি লক ডাউনের মাঝেই একাধিকবার প্রকাশ্যে এসেছে রাজ্য- রাজ্যপাল সংঘাত। রেশন দুর্নীতি প্রসঙ্গে ফের একবার মমতাকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। 

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একে একে উঠে আসছে নানান রেশন দুর্নীতির চিত্র। এর জেরে অনেক রেশন দোকান সাসপেন্ড করা হয়েছে। বাতিলও করা হয়েছে লাইসেন্স। এরপরেও, শনিবার ও রবিবারও রেশন দুর্নীতির বেশ কিছু চিত্র ফুটে উঠেছে। এরপরই আজ সকালে টুইট করে এক হাত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা‌ বন্দোপাধ্যায়-এর। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার খাদ্যসামগ্রী সঠিক সময়ে না তোলা নিয়ে বিধেছেন তিনি।

তিনি লেখেন, লাগাতার রেশন নিয়ে একই ঘটনা একেবারেই অনভিপ্রেত। সরকারের কড়া হতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত। পাশাপাশি তিনি বলেন, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে কারণে সজাগ থাকতে হবে রাজ্য সরকারকে। তাঁর দাবি, চার সপ্তাহ পর তাঁর হস্তক্ষেপেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার ৩.৩৮ টন চাল তুলেছে রাজ্য সরকার।