করোনা আবহে দুঃস্থ, দিন দরিদ্র মানুষদের পেটের জ্বালা মেটাতে এগিয়ে আসছে বিভিন্ন সংগঠন। লক ডাউনের জেরে কর্মহীন মানুষ আর্থিক সংকটে পরায় বেঁচে থাকার জন্য খাদ্য জোগান করাও বেশ মুশকিল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সরকারি সাহায্যে রেশন মিললেও তাতে অনেক পরিবারেরই সংকট মিটছে না। 

দুঃস্থ অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিল গরীবের পাশে নামের একটি সংস্থা। জানা গেছে গত ২০ই এপ্রিল ২০২০ থেকে দিনহাটা ও তাঁর পাশাপাশি এলাকার মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই সংস্থা। এখন অবধি আমরা ৪২০ টি পরিবার এর হাতে চাল, আলু, সয়াবিন মুড়ি, স্কোয়াশ, সাবান ও কিছু সব্জি তুলে দিয়েছে তাঁরা। 

পাশাপাশি, বাচ্চার খাবারও প্রদান করছে। এখন অবধি আমরা ১১০ টি বাচ্চার হাতে খাবার তুলে দিয়েছে গরবীরে সাথে। বাচ্চাদের জন্য ৫০০ করে আমুল এর দুধ, বিস্কুট, মুড়ি, নুডলস ও কেক তুলে দিয়েছে। 

সংস্থার তরফে জানানো হয়েছে, আমাদের সাথে যোগাযোগ করছে যে টাকার জন্য সব্জি বা ওষুধ কিনতে পারছে না তাদের কাছে সেই জিনিস গুলো দিয়ে আসছি ও আগামী দিনেও তাদের পাশে থাকার চেষ্টা করবো আমাদের সংস্থার। 

গরীবের সাথে সংস্থায় কৃষ্ণ মোহন্ত,বিক্রম কর রাজেশ রবিদাস, বিউটি মালাকার, বিজন সাহা ,প্রিয়াংকা দত্ত, রাজ সাহা এই সাতজন কাজ করে চলছেন অনবরত। তাঁদের একটিই কথা এই দুঃখ দুর্দশার দিনে সমাজের দুঃস্থ- অসহায় মানুষদের পাশে থাকা।