WHO Free Online Courses 2020 Get Free Verified Certificate by World Health Organization
অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করলো WHO. প্রশিক্ষণ শেষে পাওয়া যাবে সার্টিফিকেটও। আর সবথেকে বড় কথা এই প্রশিক্ষণ হবে একদম বিনামূল্যে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর বা পেশাগত কাজের সঙ্গে যুক্ত কিংবা অন্য কোনও পেশার সঙ্গে যুক্ত, যে কোনও বয়সের ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ নিতে পারবেন৷ বাংলা, হিন্দি, ইংরেজি-সহ বিভিন্ন ভাষায় এই প্রশিক্ষণ দেওয়া হবে৷
চারটি মডিউলে হবে প্রশিক্ষণ৷ শিক্ষার্থীদের প্রতিটি মডিউলের ওপর জোর দেওয়া হবে৷ ৮০ শতাংশ নম্বর করতে পারলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একটি শংসাপত্র দেওয়া হবে৷ যারা এই প্রশিক্ষণ নিতে আগ্রহী, তারা সরাসরি এনরোলমেন্ট করাতে এবং আরো বিস্তারিত তথ্য জানার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করুন-
https://openwho.org/courses/introduction-to-ncov
https://openwho.org/courses/introduction-to-COVID-19-BN
https://openwho.org/courses/introduction-to-COVID-19-BN
ইতিমধ্যে জনপ্রিয় এবং বাংলা ভাষায় যে কোর্সটি চলছে সেটি হলও কোভিড-১৯। এই কোর্সটিতে কোভিড-১৯ এবং নবআবির্ভূত শ্বাসযন্ত্রের ভাইরাসের সাধারণ পরিচিতি দেয়া হয়েছে এবং এটি মূলত জনস্বাস্থ্য কর্মী, ইনসিডেন্ট ম্যানেজার এবং জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা এবং এনজিওগুলিতে কর্মরত কর্মীদের জন্য রচনা করা হয়েছে। কোর্সটি সম্পূর্ণ করতে প্রায় ৩ ঘন্টা সময় লাগবে।
এই কোর্সটিতে মূলত যে বিষয় গুলি জানতে পারবেন-
কোভিড-১৯ ও অন্যান্য নবআবির্ভূত শ্বাসযন্ত্রের ভাইরাস: ভূমিকা
কোভিড -১৯ ও অন্যান্য নবআবির্ভূত শ্বাসযন্ত্রের ভাইরাসের পরিচিতি
কোভিড-১৯ ও অন্যান্য নবআবির্ভূত শ্বাসযন্ত্রের ভাইরাস সনাক্তকরণ: নজরদারি এবং পরীক্ষাগারে পরীক্ষা
ঝুঁকি প্রচারণা এবং সম্প্রদায়কে সম্পৃক্ত করা
কোভিড-১৯ ও অন্যান্য নবআবির্ভূত শ্বাসযন্ত্রের ভাইরাস প্রতিরোধ ও সাড়াদান
Social Plugin