Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভয়াবহ অগ্নিকান্ডে নিশ্চিহ্ন প্রায় ১২০০ ঝুপড়ি


করোনা আতঙ্কে গোটা দেশ এর মাঝেই সোমবার রাতে দিল্লির তুঘলকাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ১২০০ ঝুপড়ি। জানা গেছে রাত একটা নাগাদ এই অগ্নিকান্ড হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের দক্ষিণ দিল্লি জোনের ডেপুটি চিফ ফায়ার অফিসার এস এস তুলি জানান ৩০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু কীভাবে আগুন লাগল, তার কারণ এখনও জানতে পারেনি দমকল। ক্ষয়ক্ষতি হলেও কোনও প্রাণহানির খবর এখনও পর্যন্ত নেই বলে জানিয়েছে দমকল।

দক্ষিণ পূর্ব দিল্লির ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মিনা জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তবে ক্ষতি এড়ানো যায়নি। প্রায় ১২০০ ঝুপড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

Ad Code