আগামী মাসগুলিতে ঘটতে চলেছে তিন টি মহাজাগতিক ঘটনা l জুনের প্রথম সপ্তাহেই এই ঘটনার সাক্ষী হতে চলেছে ভারত l আগামী ৫ ই জুন হতে চলেছে চন্দ্র গ্রহণ আর তারপরেই ২১ শে জুন হতে চলেছে সূর্যগ্রহণ আর দুটিই দেখা যাবে ভারতের মাটি থেকে l 

আবার ৫ ই জুলাই হতে চলেছে চন্দ্র গ্রহণ l পরপর এই রকম ঘটনার উপর বিশেষ নজর রেখেছে মহাকাশ বিজ্ঞানীরা l 

আগামী ৫ ই জুন দীর্ঘ ৩ঘন্টা ১৮ মিনিট ধরে চলবে চন্দ্রগ্রহণ, রাত ১১:১৫ থেকে চলবে ৬ ই জুন ২:৩৪ পর্যন্ত, আর এর প্রভাব ১২:৫৪ মিনিটে সর্বাধিক হবে বলে জানিয়েছেন জ্যোতিষ বিজ্ঞানীরা l এটি ভারত সহ সমস্ত দক্ষিণ এশিয়া থেকে দৃশ্যমান হবে l 

এরপরেই ২১ শে জুন হতে চলেছে সূর্য গ্রহণ, এটিকে ভারত, দক্ষিণ পূর্ব ইউরোপ ও সমস্ত এশিয়া থেকে দেখাযাবে, ভারতীয় সময় সকাল ৯:১৫ থেকে ১২:১০ মিনিট পর্যন্ত চলবে l 

এরপরে ফের হতে চলেছে চন্দ্র গ্রহণ যা আগামী ৫ ই জুলাই ভারতীয় সময় সকাল ৮:৩৮ থেকে ১১:২১ মিনিট পর্যন্ত চলবে যা ভারতের আকাশে দেখা যাবে না এটিকে পর্যবেক্ষণ করা যাবে আমেরিকা মহাদেশ থেকে l 

২০২০ সালে মোট ৫ টি গ্রহণ হতে চলেছে যা অন্য বছর গুলি থেকে একটু আলাদা, এই নিয়ে বিস্ময়ে রয়েছেন মহাকাশ পর্যবেক্ষণ প্রিয়রা l