দিন দিন বাড়ছে করোনার দাপট। এখনও কোনো দেশ এর প্রতিষেধক তৈরি করতে পারেনি। করোনা মোকাবিলায় হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে লক ডাউন, সামাজিক দূরত্ব, মাস্ক ইত্যাদি। সেই মুহূর্তে নোভেল করোনাভাইরাস নিয়ে আপত্তিকর মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে ইন্দোনেশিয়ার এক মন্ত্রী।

সম্প্রতি এক বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভাষণে নিরাপত্তামন্ত্রী মহম্মদ মাহফুদ এমডি বলেন, করোনা ‘আপনার ঘরের বিগড়ে যাওয়া বউয়ের মতো’! 

দিনের দিনের পর দিন চলছে লক ডাউন। একদিকে, ধাক্কা খাচ্ছে অর্থনীতি, অন্যদিকে সাধারন মানুষ বহু সমস্যার মুখোমুখি। এমন পরিস্থিতিতে লক ডাউন ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। তাই, সাধারণ মানুষের আতঙ্ক কমাতেই তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, 'চিরকাল আমাদের আটকে থাকতে হবে নাকি? পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবার। হালে আমার এক সহকর্মীর কাছে একটা মিম দেখলাম, তাতে বলা হয়েছে, করোনা আপনার স্ত্রীর মতো। শুরুর দিকে আপনি তাকে বশে আনার চেষ্টা করেন, যখন বুঝতে পারলেন, আপনি পেরে উঠছেন না, তখন তার সঙ্গে মানিয়ে চলতে শিখে গেলেন!'

নিছকই মজা করে বলা কথাটি নিয়ে সারা বিশ্ব জুড়ে চলছে বিরুপ মন্তব্য। অনেকেই যৌনগন্ধী আখ্যা দিয়েছেন।