কলকাতা: লকডাউন আবার বাড়লো। সবাই এখন দিন গুনছে লকডাউন কেটে যাওয়ার। টালিগঞ্জ পাড়াটা শুনশান। স্টুডিও র দরজা গুলো কতদিন বন্ধ। কতদিন শোনা যায় না Light Camera Action শব্দ গুলো। পরিচালক থেকে প্রতিটি কলাকুশলীরা গৃহবন্দী। ভবিষ্যৎ কি হবে? কবে শ্যুটিং শুরু হবে? নতুন ছবির ঠিকানা কি? সবকিছু কবে ঠিক হবে? পরিচালক আতিউল ইসলাম জানালো নানা অজানা তথ্য। 
পরিচালক: আতিউল ইসলাম
লকডাউনের জন্য তার মুক্তিপ্রাপ্ত ছবি "চাতক" এর মুক্তি পিছিয়ে গিয়েছে। নতুন আরো একটি ছবি "রি এন্টারটেইনমেন্ট" এর ব্যানারে শুরু করেছেন। তবে সেটার ঘোষনাও পিছিয়ে গিয়েছে লকডাউনের জন্য। তবে পরিচালক লকডাউন টাকে কাজে লাগাতে চেয়েছেন। তাই সমস্ত টিম কে মেইল এর মাধ্যমে স্ক্রিপ্ট পাঠিয়ে দিয়েছেন। প্রিপ্রোডাকশন এগিয়ে রেখেছেন। তবে তিনি জানান গত কাল পশ্চিমবঙ্গ সরকার পোষ্ট প্রোডাকশন শুরু করার অনুমতি দিয়েছেন। তাই শুধু অপেক্ষা শ্যুটিং শুরু করার অনুমতি পাওয়ার। অনুমতি পেলেই আমার সবাই মিলে বলে উঠবে Light Camra Action।