করোনা মহামারির জেরে ধুঁকছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে বেশিরভাগ সংস্থাই ক্ষতির মুখে৷ এর মাঝেই গত দুমাসে ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গের সম্পত্তি বিপুল বৃদ্ধি পেয়েছে৷ বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি এখন জুকেরবার্গ।
ব্লুমবার্গের বিশ্বের ধনকুবের তালিকা অনুযায়ী, গত দু'মাসে জুকেরবার্গের সম্পত্তি প্রায় তিন হাজার কোটি ডলার বৃদ্ধি পেয়েছে৷ মার্চ মাসের মাঝামাঝি জুকেরবার্গের সম্পত্তির পরিমাণ ছিল আনুমানিক ৫৭.৫ বিলিয়ন ডলার৷ বর্তমানে তা বেড়ে হয়েছে ৮৭.৫ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা ৬ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা। সেই হিসেবে বর্তমানে জুকেরবার্গই বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি৷
Social Plugin