করোনা সংক্রমণের জেরে সারা দেশে চলছে লক ডাউন। লক ডাউনের জেরে ভিন রাজ্যে আটকে পড়ে আছে শ্রমিক, পর্যটক ও শিক্ষার্থী। তাঁদের রাজ্যে ফেরাতে উদ্যোগ নিয়েছে সব রাজ্যের সাথে সাথে কেন্দ্রও। দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে পশ্চিমবঙ্গেও ফিরতে চলেছে ২৫০০ জন বলে জানান মুখ্যমন্ত্রী। 

উল্লেখ্য কেন্দ্রীয় রেল মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রেনের ভাড়া দিতে হবে সংশ্লিষ্ট রাজ্য অথবা পরিযায়ী শ্রমিকদের। যদিও লক ডাউনের জেরে আর্থিক অবস্থা ভেঙ্গে পড়েছে সারা দেশে। এমনকি ভিন রাজ্য থেকে যারা ঘরে ফিরতে চলেছে তাঁদের অনেকেই অর্থহীন হয়ে পড়েছে। এবার তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিল কংগ্রেস। 

এদিন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড়ো ঘোষণা করলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটি প্রদেশ কংগ্রেস কমিটি প্রত্যেক অভাবী শ্রমিক এবং অভিবাসী শ্রমিকের রেলযাত্রার ব্যয় বহন করবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেই জানান তিনি। 

তিনি আরও জানান, এটি হ'ল ভারতীয় জাতীয় কংগ্রেসের আমাদের দেশবাসীর সেবায় এবং তাদের সাথে একাত্মতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে নম্র অবদান।

এই কঠিন পরিস্থিতিতে ভিনরাজ্যে আটকে পড়া মানুষেরা যে সত্যিই উপকৃত হবে তা বলাইবাহুল্য। জাতীয় কংগ্রেসের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছেন ওয়াকিবহাল মহল।