আয়ুষ চিকিৎসা খুবই প্রাচীন এক পদ্ধতি এবং এই চিকিৎসা খুব কম খরচে হয়। তাই, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই চিকিৎসা খুব উপযোগী। সেই কারণেই এই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব অপরিসীম। তবে করোনা মোকাবিলায় নতুনভাবে আগ্রহ জন্ম নিয়েছে এই চিকিৎসা ব্যবস্থার উপর। প্রধানমন্ত্রী বার বার তার ভাষণে আয়ুষের কথা বলেছেন।


স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন এবং আয়ুষ প্রতিমন্ত্রী শ্রী শ্রীপদ ইয়েসো নায়েক গতকাল যৌথভাবে নয়াদিল্লিতে কোভিড ১৯ পরিস্থিতিতে আয়ুষ সঞ্জিবনী চিকিৎসা পদ্ধতির ব্যবহারসহ এই রোগ প্রতিরোধে আয়ুর্বেদের বিশেষ ব্যবহার নিয়ে গবেষণামূলক কাজের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। আয়ুষমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই বৈঠকে যোগ দেন।


ডাঃ হর্ষ বর্ধন বলেছেন, দীর্ঘকাল ধরে ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি ও ওষুধের ইতিহাস রয়েছে এবং আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে, আয়ুষ মন্ত্রক দেশে কোভিড ১৯ মহামারী নিয়ন্ত্রণের লক্ষ্যে গবেষনার কাজ চালিয়ে যাচ্ছে।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন যে আয়ুষ মন্ত্রকের নির্মিত আয়ুষ সঞ্জিবনী মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আয়ুষের গ্রহণযোগ্যতা ও ব্যবহার সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরী করায় সহায়তা প্রদান করছে এবং একইসঙ্গে কোভিড ১৯ রোধে তথ্য সংগ্রহের কাজও চালানো হচ্ছে।

আয়ুষ সঞ্জিবনী মোবাইল অ্যাপ্লিকেশনটি গুগুল প্লে স্টোর থেকে ডাওনলোড করতে ক্লিক করুন নীচের লিঙ্কে-