Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুক্তি পেলো জলছবি পরিবেশিত 'আমরা মধ্যবিত্ত'

আজ 25শে বৈশাখ জলছবি ফেসবুক পেজে মুক্তি পেলো  জলছবি পরিবেশিত উদয়ন চক্রবর্তী রচিত ও পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবি 'আমরা মধ্যবিত্ত'। 

বর্তমানের লকডাউন এর বাজারের চরম দুরবস্থা এবং মধ্যবিত্ত জীবনের টানাপোড়েনের গল্পকে গল্পকার তার কলমের মাধ্যমে তুলে ধরেছেন এই ছবিটিতে। 

এটি মূলত একটি স্বল্প বাজেটের এবং মোবাইল নির্মিত ছবি। ছবিটি সম্পর্কে পরিচালক উদয়ন চক্রবর্তী খুবই আশাবাদী তিনি বলেছেন- বর্তমানে মধ্যবিত্তের জীবনের দুরবস্থা এই গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলাই ছিল মুখ্য উদ্দেশ্য। 

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা অরিন্দম দাস এবং নবাগত রানা বক্সী। মূলত পেশায় দমকল বাহিনীতে চাকরি করেন অরিন্দম বাবু। 

অরিন্দম বাবু বলেন- বর্তমানে খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মধ্যবিত্ত জীবন চলে যাচ্ছে আর এই মধ্যবিত্ত জীবনের করুণ চিত্র কে আমরা সর্বতোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।"

জলছবির কর্ণধার প্রবীর সরকারের কথায়- লকডাউন এর সম্পূর্ণ নিয়ম মাথায় রেখেই এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই সমস্ত কর্মকাণ্ড সম্পন্ন করা হয়েছে .. ইতিমধ্যেই "আমরা মধ্যবিত্ত" জনসাধারণের মধ্যে সারা ফেলেছে । 

দেখার জন্য ক্লিক করুন- link

Ad Code