Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঘরে ঘরে পালন হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী



SER-21, দিনহাটা: লকডাউন এর কঠিন পরিস্থিতির মধ্যে, যখন সর্বস্তরের নাগরিকবৃন্দ গৃহের অভ্যন্তরে। এমত কঠিন অবস্থার  মধ্যেও সাড়ম্বরে যথাযোগ্য মর্যাদায় দিনহাটা গোধূলি বাজার নিবাসী বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব সন্মিত্র তালুকদারের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হলো। উপস্থিত ছিলেন  সংগীতশিল্পী প্রতীক সাহা,  তাপস রায় প্রমূখ ব্যক্তিত্ব।

এই দিন সকাল আটটায়, কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে, অনুষ্ঠানের শুভ সূচনা হয়,ও  সন্ধ্যায় ঘরোয়া সাংস্কৃতিক রবীন্দ্র জয়ন্তী উৎসব অনাড়ম্বরে পালনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে সন্মিত্র বাবু জানিয়েছে। তিনি আরো বলেন, "বাঙালির হৃদয়ে, প্রাণ, মন জুড়ে কবিগুরু অবস্থান করেন" তাই ২৫ -শে বৈশাখের এই দিনটি প্রতিটি বাঙালির কাছে তাৎপর্যপূর্ণ।

Ad Code