অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই ভালো জায়গায় থাকা ওড়িশা করোনা মোকাবিলায় আরও এক নতুন পদক্ষেপ নিলো। কিছুদিন আগেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক ঘোষণা করেছিলেন কোনো চিকিৎসক বা নার্স করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তাঁদের শহীদ হিসেবে গণ্য করা হবে। এবার ওড়িশা সরকার আরো বেশি সতর্কতা স্বরূপ কোয়ারেন্টাইনে থাকার সময় ১৪ দিন থেকে বাড়িয়ে ২৮ দিন করলো।
লকডাউনের তৃতীয় পর্যায়ে জোন হিসেবে কিছু জায়গায় নিয়ম শিথিল করলেও ওড়িশা সরকার কোনোরকম ঝুঁকি নিতে চায়না। ইতিমধ্যেই ভিনরাজ্য থেকে হাজার হাজার শ্রমিক বাড়ি ফিরছেন। তাদের থেকে কোনোরকম সংক্রমন না ছড়ায় তাই এই সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। এইসব শ্রমিকদের ঘরে ফেরার পর ২৮ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। যার মধ্যে প্রথম ২১ দিন সরকারি কোয়ারেন্টাইনে আর বাকি ৭ দিন থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে। এছাড়াও কোয়ারেন্টাইন সেন্টারের চারপাশে ভিড় এড়াতে থাকবে ১৪৪ ধারা।
Odisha Govt increases quarantine period to 28 days from 14 days incl 21 days institutional quarantine&subsequent 7 days home quarantine,all returnees will have to follow the norms. Decision taken in view of 28 days incubation period of COVID-19 virus:Odisha Govt's Spox on COVID19— ANI (@ANI) May 8, 2020
Social Plugin