কেন্দ্রের তরফে পঞ্চম দফায় লক ডাউন জারির পরেই রাজ্যের তরফেও লক ডাউন জারি করা হল। শনিবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় রাজ্যে আরও দুই সপ্তাহ লক ডাউন বৃদ্ধি করা হল। আগামী ১৫ জুন পর্যন্ত রাজ্য জুড়ে বাড়ানো হল লকডাউনের মেয়াদ।কনটেইনমেন্ট জোনগুলিতে ১৫ জুন পর্যন্ত লক ডাউন জারি থাকলেও অন্যান্য জোনে নিয়ম শিথিল করা হবে বলে জানানো হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে-
- ১লা জুন থেকে চা বাগানে ১০০ শতাংশ কর্মী কাজ করতে পারবে।
- ১লা জুন থেকে পাট কলে ১০০ শতাংশ কর্মী কাজ করতে পারবে।
- ১লা জুন থেকে ক্ষুদ্র, ছোট, মাঝারি, বৃহৎ শিল্প খনির ক্রিয়াকলাপে ১০০ শতাংশ কর্মী কাজ করতে পারবে।
- নির্মাণ কাজেও ১লা জুন থেকে ১০০ শতাংশ কর্মী কাজ করতে পারবে।
- রাজ্যে চলা বাস গুলিতে পর্যাপ্ত যাত্রী বহন করতে পারবে। তবে কেউ দাঁড়িয়ে যাত্রা করতে পারবে না। সকল যাত্রীকে মাস্ক ও গ্লোভস পড়তে হবে।
- ১০ জনের জমায়েত করা যাবে না।
- ৮ই জুন থেকে শপিং মল, হোটেল, রেস্টুরেন্ট খুলবে।
- ৮ জুন থেকে সরকারি অফিসে ৭০% কর্মী নিয়ে কাজ।
- সোমবার থেকে রাজ্যে শর্তসাপেক্ষে চালু শ্যুটিং। শ্যুটিংয়ে সর্বোচ্চ ৩৫ জন থাকতে পারবেন।
- সোমবার থেকে শর্তসাপেক্ষে খুলছে রাজ্যের ধর্মস্থান। পুলিশের সঙ্গে কথা বলে খোলা যাবে ধর্মীয় স্থান। ধর্মীয় স্থানে একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ নয়। ধর্মীয় স্থানে কোনও জমায়েত করা যাবে না।
এর পাশাপাশি মাস্ক , হ্যান্ড গ্লোভস ব্যবহার করার নির্দেশিকা দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব মেনে চলার কথাও বলা হয়েছে।
Social Plugin