করোনার দাপটে সারা দেশে লক ডাউন। লক ডাউনের জেরে দিন এনে দিন খেটে খাওয়া মানুষেরা দুমুঠো খাবার যোগাতে ব্যর্থ। অনেকেই একবেলা খেয়ে দিন কাটাচ্ছেন। সরকারের দেওয়া রেশনেও কম পরে যাচ্ছে। এমন অবস্থায় তাদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন।
আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের কাশীরডাঙ্গা গ্রামের মোট ১৭টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলো বন্ধন ব্যাঙ্কের কর্মী বিকাশ রায়।
তিনি বলেন, করোনার জেরে গৃহবন্দি সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে দিন এনে দিন খাওয়া মানুষদের টান পরেছে পেটে। তাই তাদের পাশে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম।
এদিন বিকাশ বাবু ৫ কেজি চাল, ২৫০ গ্রাম ডাল, একটি লাইফবয় সাবান, ও একটি করে লবনের প্যাকেট তাঁদের হাতে তুলে দেন। তিনি যেমন খুশি সাহায্যের হাত বাড়াতে পেরে তেমনি প্রাপকরাও বেশ খুশি।
পাশাপাশি, এলাকাবাসীকে করোনা সম্পর্কে সচেতনতার বার্তা প্রচার করেন। রাজ্য ও কেন্দ্র সরকারের বিধি মেনে চলার পরামর্শ দেওয়ার সাথে সাথে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার কথাও স্মরণ করে দেওয়া হয়। তাদের আশ্বাস দেওয়া হয় পরবর্তীতে যদি আরও বেশি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আরও বেশি করে সাহায্য করার চেষ্টা করবেন তিনি।
বন্ধন ব্যাঙ্ক কর্মী বিকাশ রায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাশীরডাঙ্গা গ্রামের বিশিষ্ট মানুষেরা।
Social Plugin