করোনা পরিস্থিতিতে গতকাল রাত আটটায় জাতির উদ্দ্যেশে ভাষণে প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন। কোন খাতে কত আর্থিক সাহায্য, তা ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেই জানিয়েছিলেন তিনি। বুধবার বিকেলে প্রথম দফার সাংবাদিক বৈঠক করেন নির্মলা।
তারপরই, কেন্দ্রের আর্থিক ঘোষণাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্যাকেজ নিয়ে টোটালটাই বিগ জিরো। ভেবেছিলাম রাজ্যগুলি কিছু পাবে। কেন্দ্রের প্যাকেজ আদতে অশ্বডিম্ব। রাজ্যগুলিকে কিছুই দেয়নি কেন্দ্র। বিপদে পড়া মানুষকে নগদ দেওয়া হল না। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কোনও পদক্ষেপ নেই। কর্মসংস্থানের কথাও বলা হল না। করোনা মোকাবিলার বরাদ্দ কোথায়?
আসলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কিছুই দেওয়া হয়নি। বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৯০ হাজার কোটি। ৯০ হাজার কোটি আগেই দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের প্যাকেজ আইওয়াশ। দুর্ভোগের সময় মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা। কেন কৃষিঋণ মকুব করা হল না? বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে?আয়কর রিটার্নের সময়সীমা বৃদ্ধি প্রত্যাশিত। টাকা নেই, রাজ্যগুলি চলবে কী করে? রাজ্যের অধিকার কেড়ে নিচ্ছে কেন্দ্র। লকডাউনের নামে রাজ্যগুলিকে লকআউট।
Social Plugin