Latest News

6/recent/ticker-posts

Ad Code

লক ডাউনের মেয়াদ কি বাড়ছে? ফের মুখ্যমন্ত্রী- প্রধানমন্ত্রী বৈঠক


করোনা ভয়াবহ প্রকোপকে আটকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সারা দেশজুড়ে চলছে তৃতীয় দফার লক ডাউন। লক ডাউন চললেও কমেনি সংক্রমণের হার। দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে সংক্রমণের হার। কিন্তু এর মধ্যেও লক ডাউনে নানান বিধি শিথিল করা হয়েছে। আগামী ১৭ই মে পর্যন্ত জারি রয়েছে তৃতীয় দফার লক ডাউন। এরপরে লক ডাউন বাড়বে কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েছে সকলের মনে। 

আগামী সোমবার আবার একবার বৈঠকে বসতে চলেছে রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। সোমবার বিকেল তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠক হবে বলে জানা গেছে। ঠিক পরবর্তী পর্যায়ের কর্মসূচী নিয়ে আলোচনা হবেই বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। পাশাপাশি, রাজ্য গুলির পরিস্থিতি নিয়েও আলোচনা হবে ও লক ডাউন কোথায় কোথায় থাকছে সে বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। 

এই মুহূর্তে দেশের অর্থনীতি ধাক্কা খাচ্ছে বারেবারে। এই পরিস্থিতিতে অর্থনীতি সচল রাখতে শর্ত সাপেক্ষ কিছু কিছু বিষয় আরম্ভ করা যায় কিনা সে বিষয়েও আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Ad Code