Latest News

6/recent/ticker-posts

Ad Code

আত্মনির্ভরতার লক্ষ্যে এক পা এগোলো ভারত! বড় সিদ্ধান্ত


করোনা সংক্রমণের জেরে চলছে লক ডাউন। লক ডাউনের জেরে ধুঁকছে অর্থনীতি। এমন সংকটময় পরিস্থিতিতে গতকাল জাতির উদ্দ্যেশে ভাষন দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দেশবাসীকে 'আত্মনির্ভর ভারত' গড়ার ডাক দেন। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার সঙ্গে সঙ্গেই মোদী ঘোষণা করেন, করোনার প্রথম শিক্ষা আত্মনির্ভর হওয়া। 'আত্মনির্ভর ভারত' গড়ার জন্য স্থানীয় পণ্যসামগ্রীর ওপর জোর দেন তিনি। 

আর তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বড় সিদ্ধান্ত নিল। ১ জুন থেকে দেশজুড়ে আধাসেনার ক্যান্টিনে বাধ্যতামূলক করা হল স্বদেশি পণ্য বা মেড-ইন-ইন্ডিয়া প্রোডাক্ট।পরিসংখ্যান অনুযায়ী ১০ লক্ষ জওয়ানের পরিবারের ৫০ লক্ষ সদস্য এই ক্যান্টিনের ব্যবহার করেন ।এই ক্যান্টিনে মোট ২৮০০ কোটি টাকার মতো জিনিসপত্রের বিক্রি হয় । পাশাপাশি, সাধারন মানুষকেও দেশীয় জিনিস কেনার আহ্বান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ বলেন, শুধু স্থানীয় পণ্য ব্যবহারের মধ্য দিয়ে আগামি দিনে নিশ্চিতভাবেই ভারতের গ্লোবাল লিডার হয়ে ওঠার পথ প্রশস্ত হবে। আর সেই কারণেই আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে দেশজুড়ে সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিস বাহিনী (CAPF)-র ক্যান্টিনে শুধু স্বদেশি পণ্য বিক্রি করা হবে। 

CAPF-এর অধীনে রয়েছে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এনএসজি ও অসম রাইফেলস।

Ad Code