করোনা আবহে দেশজুড়ে লকডাউন জারি হতেই স্থগিত হয়ে গিয়েছিল স্কুল কলেজের সমস্ত পরীক্ষা। CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্ৰেণীর পরীক্ষা পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত মাঝপথে স্থগিত হয়ে যায়। কিন্তু মঙ্গলবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ট্যুইট জানিয়েছেন কেবলমাত্র উত্তর-পূর্ব দিল্লী ছাড়া দেশের বাকি জায়গার দশম শ্রেণীর আর কোনো পরীক্ষাই নেওয়া হবে না।

এর আগে CBSE নির্দেশিকা জারি করে প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিনা পরীক্ষার পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করার কথা ঘোষণা করেছিলা। এবার দশম শ্রেণীর বাকি পরীক্ষাও বাতিল হয়ে গেল। CBSE শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর মূল বিষয়ের পরীক্ষারই আয়োজন করবে। পরীক্ষা প্রস্তুতির জন্য তাদের ১০ দিনের পর্যাপ্ত সময় দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, করোনার জেরে জারি হওয়া লকডাউনে পড়ুয়াদের যে সময়টুকু নষ্ট হয়েছে সেকথা মাথায় রেখেই আগামী শিক্ষাবর্ষের সিলেবাস তৈরী করা হবে।