BSNL vs Reliance Jio vs Airtel yearly prepaid plans: Which one should you buy?
সম্প্রতি JIO, AIRTEL, BSNL প্রত্যেক টেলিকম কোম্পানি বাৎসরিক প্ল্যানের ব্যবস্থা করেছে। এক্ষেত্রে সম্প্রতি ঘোষিত হওয়া এই নতুন প্ল্যানে গুলির কোনটিতে বেশি সুবিধা আসুন দেখে নেই। 


BSNL
699 এবং 786 প্ল্যানের পর 2,399 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL। এই প্ল্যানে 600 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে প্রতিদিন 250 মিনিট ভয়েস কল করা যাবে। যদিও কোন ডেটা ব্যবহারের সুবিধা থাকছে না। গোটা দেশের BSNL গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। তবে প্রথম 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহার করা যাবে।

699 এবং 2399 টাকার প্ল্যানে যা যা পাওয়া যাবে তা একনজরে দেখে নেওয়া যাক-

FRC / PV-699 
  • প্রতিদিন যে কোন নেটওয়ার্কে 250 min কল, 
  • প্রতিদিন 0.5GB ডাটা ব্যবহারের সুবিধা 
  • প্রতিদিন 100 sms পাঠানোর সুবিধা 
  • 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহারের সুবিধা
  • 180 দিনের ভ্যালিডিটি। 

FRC/ PV 2399 
  • প্রতিদিন যে কোন নেটওয়ার্কে 250 min কল, 
  • প্রতিদিন 100 sms পাঠানোর সুবিধা 
  • 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহারের সুবিধা
  • 600 দিনের ভ্যালিডিটি। 

এই প্ল্যানে ডেটা ব্যবহারের জন্য প্রতি এমবি ডেটার জন্য 25 পয়সা খরচ হবে। দৈনিক ভয়েস কলের সীমা অতিক্রম করলে লোকাল কলে মিনিটে 1 টাকা ও ন্যাশানাল কলে মিনিটে 1.3 টাকা খরচ হবে। সঙ্গে প্রথম 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহারের সুবিধা থাকছে। 


JIO

2,399 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Jio। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে 365 দিন ভ্যালিডিটি। 2,399 টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গেই “ওয়ার্ক ফ্রম-হোম” অ্যাডি-অন প্যাক নিয়ে এসেছে যেখানে 151 টাকা, 201 টাকা ও 251 টাকার এই প্ল্যানগুলিতে অতিরিক্ত 50GB পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে।

2,399 টাকা প্রিপেড প্ল্যানে যা পাওয়া যাবে দেখে নেই একনজরে-

  • প্রতিদিন 2GB ডেটা ব্যবহার 
  • আনলিমিটেড ভয়েস কল ও এসএমএস 
  • ভ্যালিডিটি 365 দিন


AIRTEL


এয়ারটেলের নতুন 2498 টাকার প্ল্যানের আওতায় ব্যবহারকারীরা প্রতিদিন যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবে। হাই-স্পিড ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে। প্রতিদিন ১০০ এসএমএস সহ ২ জিবি ডেটা পাবে। অর্থাৎ সারা বছরে মোট ৭৩০ জিবি ডেটা দেবে।

2,498 টাকা প্রিপেড প্ল্যানে যা পাওয়া যাবে দেখে নেই একনজরে-

  • প্রতিদিন ২GB ডাটা ব্যবহারের সুবিধা
  • যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল
  • প্রতিদিন 100 sms পাঠানোর সুবিধা 
  • বিনামূল্যে Zee5 এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন, 
  • AIRTEL মোবাইল সিকিউরিটি, 
  • ফোনের জন্য অ্যান্টি-ভাইরাস 
  • এয়ারটেল এক্সস্ট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিপশন 
  • উইঙ্ক মিউজিকের প্রিপেইড সাবস্ক্রিপশন, 
  • ফ্রি হেলোটুনসের সুবিধা রয়েছে।