করোনা আবহের মধ্যেই ভারতে তান্ডব শুরু হয়েছে ফসলের জম পঙ্গপালের। সুদূর 'হর্ন অফ আফ্রিকা' থেকে বালুচিস্তান হয়ে ভারতের রাজস্থানে এসে পৌঁছেছে। জয়পুরে ফসলের ওপর ধ্বংসলীলা করে প্রবেশ করেছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে। ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল মুহূর্তের মধ্যে সাবার করে দিচ্ছে রাশি রাশি ফসল। এরই মধ্যে বঙ্গবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলে পতঙ্গবিদরা জানাচ্ছেন এই পঙ্গপালের ঝাঁক এবার প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গে।

একে করোনার প্রকোপ দিনদিন বেড়েই চলেছে। তার ওপর দক্ষিণবঙ্গে হয়ে যাওয়া সুপার সাইক্লোন আম্ফান এর তান্ডবে রীতিমত নাজেহাল অবস্থা পশ্চিমবঙ্গের। এরমধ্যেই বাংলার পতঙ্গবিদদের আশঙ্কা বাতাসের গতিপথ ধরে মূলত তুলো ও সবজিক্ষেতে হামলা করা এই পঙ্গপালের ঝাঁক এবার প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গেও। এর কারণ, আম্ফানের কারনে তৈরী হওয়া পশ্চিমবঙ্গের বর্তমান আবহাওয়া পঙ্গপালের প্রজননের জন্য আদর্শ পরিবেশ। এর ওপর যুক্ত হয়েছে জমিতে ফসলের আধিক্য। জানা গেছে এই পঙ্গপালের বংশবৃদ্ধির হার ভয়ানক গতিতে বাড়ছে। এতেই রাতের ঘুম উড়েছে বাংলার কৃষকদের।