Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখ্যমন্ত্রী প্রস্তাবে সাড়া দিয়ে রাজ্যে বিমান চলাচল পিছিয়ে দিল কেন্দ্র


বাংলায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক তাঁর মাঝেই আম্ফান ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দক্ষিনবঙ্গ। এমন পরিস্থিতিতে দুটি সমস্যা একসাথে মোকাবিলা করা কঠিন বলেই রেলমন্ত্রককে চিঠি দিয়ে আপাতত শ্রমিক স্পেশাল বন্ধ রাখার পাশাপাশি উড়ান চলাচলেও একই স্থগিত রাখার অনুরোধ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কেন্দ্র সরকার মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যে বিমান চলাচল আপাতত বন্ধ রাখছে বলেই খবর। আর, তাই সোমবার থেকে বিমান চলাচল আরম্ভ হচ্ছে না বাংলায়, আগামী ২৮শে মে থেকে প্রথম দফার বিমান চলাচল কলকাতা বিমান বন্দর থেকে শুর হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের আপাতত কলকাতায় ৫শতাংশ বিমান চালাবে কলকাতা বিমানবন্দরে বলেই জানা গেছে।

Ad Code