Latest News

6/recent/ticker-posts

Ad Code

আন্তর্জাতিক বিমান পরিষেবা আরম্ভ হচ্ছে শীঘ্রই! যাত্রীদের জন্য জারি একগুচ্ছ নির্দেশিকা


২৫শে মে সোমবার থেকেই দেশের বিভিন্ন রুটে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হওয়ার কথা। এজন্য সবরকমের ব্যবস্থা গ্রহন করেছে বিমানবন্দর গুলি। পাশাপাশি, কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। তবে, কবে থেকে আন্তর্জাতিক উড়ান চালু হচ্ছে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু, কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী অবশ্য জুনের মাঝামাঝি বা জুলাইয়ের শেষ দিকেই ভারতে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন ।

আন্তর্জাতিক বিমান চালু হোক আর না হোক বিদেশ থেকে ভারতে আগত ও বিদেশ সফরকারী যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নির্দেশিকায় বেশ কিছু বিষয়ে আলোকপাত করা হয়েছে। যাত্রীদের কি কি করণীয়, কিভাবে যাত্রা করতে হবে ইত্যাদি নিয়েই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। 

নির্দেশিকায় বলা হয়েছে-
  • বিমানে চড়ার আগে যাত্রীদের লিখিতভাবে দিতে হবে যে তাঁরা গন্তব্যে পৌঁছনোর পরেই মোট ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এর মধ্যে ৭ দিন নিজের খরচে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন ও বাকি ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন তারা। 
  • গুরুতর অসুস্থ, পরিবারে কারও মৃত্যু হলে, গর্ভবতী মহিলা এবং ১০ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হবে। 
  • কী কী করতে হবে এবং কী নয় । তা টিকিটের মধ্যেই স্পষ্ট উল্লেখ থাকতে হবে । 
  • প্রত্যেক যাত্রীকে মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে । 
  • বিমানে ওঠার সময় সব যাত্রীর থার্মাল স্ক্রিনিং করা হবে । উপসর্গ নেই এমন যাত্রীকেই শুধুমাত্র বিমানে ওঠার অনুমতি দিতে হবে । 
  • সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে । এবং এয়ারপোর্ট, সমুদ্র বন্দর কিংবা স্থলপথে সীমান্তে তা স্বাস্থ্য দফতরের অফিসারদের দিতে হবে । আরোগ্য সেতু অ্যাপেও তা দেখাতে হবে। 
  • সুরক্ষা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা । জীবাণুমুক্ত বা স্যানিটাইজেশনের ব্যবস্থা সঙ্গে রাখতে হবে । 
  • এয়ারপোর্টে বোর্ডিংয়ের সময় সোশ্যাল ডিস্টেন্সিংয়ের নিয়ম মেনে চলতে হবে । 
  • যাত্রীদের জন্য সমস্ত বিমানবন্দর এবং জাহাজের বন্দরগুলিতে কোভিড সুরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়গুলির বারবার ঘোষণা করতে হবে । 
  • অ্যারাইভালের সময় সমস্ত যাত্রীর থার্মাল স্ক্রিনিং করা বাধ্যতামূলক । 
  • বিমানের মধ্যেই মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। 
  • কোনও যাত্রীর মধ্যে করোনার উপসর্গ দেখা গেলে তাকে সঙ্গে সঙ্গেই আইসোলেট করা হবে এবার চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হবে।

Ad Code