একদিকে করোনা মহামারী, অন্যদিকে আম্ফানে বিধ্বস্ত বাংলায় গতকাল রাজ্য বিজেপি নেমে পড়লো ২০২১ বিধানসভার নির্বাচনি প্রচারে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ৯ বছর পূর্তির দিনই ৯টি পয়েন্টে তাদের 'চার্জশিট' দিয়ে বিজেপি ২০২১ বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিল । ‘আর নয় মমতা’ শীর্ষক এই প্রচার কর্মসূচি নিয়ে বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাবেন বিজেপি কর্মীরা বলে গতকাল সাংবাদিক বৈঠকে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
যে নয়টি বিন্দু কে সামনে রেখে 'আর নয় মমতা' প্রচার কর্মসূচী চলবে সেগুলি হল-
১. করোনা সংকট, স্বাস্থ্য সংকট মমতা ব্যানার্জি ডাহা ফেল
২. আমফান ও মমতা সরকারের ব্যর্থতা
৩. তৃণমূলের রেশন দুর্নীতি
৪. ভেঙে পড়া আইনশৃঙ্খলা ও গণতন্ত্রবিরোধী মমতা
৫. রাজ্যের ভেঙে পড়া অর্থনৈতিক অবস্থা ও শিল্পের আকাল
৬. রাজ্যের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা
৭. কৃষক বিরোধী মমতা
৮. কাটমানি ও দুর্নীতির মমতা
৯. কেন্দ্র বিরোধী ও শরণার্থী বিরোধী মমতা
বুধবার বিজেপির রাজ্য সদর দফতরে 'চার্জ-শিট'টি প্রকাশ করেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে উৎখাতের আহ্বান জানান তিনি।
Social Plugin