বর্তমান পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানিয়েছিলেন- "ছাত্রছাত্রীরা, কোভিড-১৯ (নভেল করােনা) অসুখের কারনে আমরা সবাই গৃহবন্দী। তােমরাও। এই সময় তােমাদের পড়াশুনাে যাতে একদম বন্ধ হয়ে না যায়, সেই জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষাবিভাগ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে।"

শিক্ষামন্ত্রীর ঘোষণার পর ইতিমধ্যে চালু হয়েছে অনলাইন ক্লাসও। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা, যারা আগামী বছরে বাের্ড পরীক্ষার সম্মুখীন হবে, তাদের জন্য, গত ৭ই এপ্রিল, ২০২০ থেকে ১৩ এপ্রিল, ২০২০, প্রতিদিন একঘণ্টা করে এবিপি আনন্দ চ্যানেলে, বিকেল ৩ টে থেকে একটি অনুষ্ঠান আয়ােজন করা হয়েছিল। যেখানে অভিজ্ঞ শিক্ষকেরা একটি বিষয়ের একটি নির্দিষ্ট অধ্যায়ের উপর আলােচনা করেন।

লকডাউন বৃদ্ধি হওয়াতে পুনরায় গতকাল থেকে এই অনলাইন ক্লাস শুরু হয়েছে।   কবে কোন শ্রেণির কোন বিষয় নিয়ে ক্লাস হবে  তা দেখতে রইলো রুটিন-



রুটিন সরাসরি বাংলার শিক্ষা পোর্টাল থেকে দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন-

https://banglarshiksha.gov.in/Frontend/online_classroom_beng?active=