ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চলতি বছরের ডিসেম্বরে ভারতীয় দলের সফরের ক্রীড়াসূচি প্রকাশ করল। সূচীকে রয়েছে দিন-রাতের টেস্টও। সিএ জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী চার ম্যাচের এই টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।

সূচী অনুযায়ী, ভারত- অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ৩রা ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে গব্বায়, পরের টেস্ট ১১ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে। অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী বক্সিং ডে ও নিউইয়ার টেস্ট এমসিজি ও সিডনিতে। 

একদিনের সিরিজের তিনটি ম্যাচ হবে পার্থ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) ও সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)-তে।

জানা গেছে সীমিত সংখ্যক দর্শক থাকবে স্টেডিয়ামে। তবে, ভারত থেকে কোনও দর্শক থাকবে না স্টেডিয়ামে। ভারতীয় দল ও সাপোর্ট স্টাফ ও আধিকারিকরা থাকবে।

ভারত- অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে মুখিয়ে আছে মানুষ। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ বর্ডার-গাওস্কর ট্রফি (১৯৯৬-৯৭ থেকে) হিসেবে পরিচিত।