Latest News

6/recent/ticker-posts

Ad Code

আম্ফানে ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ১ লক্ষ কোটি টাকা- মুখ্যমন্ত্রী


করোনা আবহের মাঝেই প্রবল দাপুটে ঘূর্ণিঝড়ের মুখোমুখি হল বাংলা। রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়ের তাণ্ডব। নষ্ট হয়ে গেছে বহু ফসল, ভেঙ্গে গেছে ঘরবাড়ি, গাছ ভেঙ্গে বন্ধ হয়ে গেছে রাস্তা, প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন। এমন পরিস্থিতি, করোনার ভয়ঙ্কর প্রভাব আম্ফানের। 

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, "করোনা'র থেকেও ভয়ঙ্কর প্রভাব ঘূর্ণিঝড় আমফানের। ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ১ লক্ষ কোটি টাকা "। তিনি বলেছেন, "এখনও পর্যন্ত, বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার গাছ উপড়ে গিয়েছে। আমফানের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে এক লক্ষ কোটি টাকা! বাংলাকে "সবকিছু পুনর্নির্মাণ করতে হবে"।


পাশাপাশি তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় টাস্ক ফোর্সের বৈঠকের পর একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করা হবে।

Ad Code