Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজরোষে সংবাদ মাধ্যম!

Fourth Pillar Of Democracy

যখন সারা দেশ করোনা সংক্রমণে স্তব্ধ অন্য দিকে ঘূর্ণিঝড় অম্ফান নিঃশ্বাস ফেলছে ঘাড়ে এর মধ্যেই রাজরোষে পড়লো বাংলার জনপ্রিয় সংবাদ চ্যানেল ক্যালকাটা টিভি l যাদের জনপ্রিয়তা উর্দ্ধমুখী- বাংলার লোকের একটি প্রিয় সংবাদ মাধ্যম হয়ে উঠেছে ইতিমধ্যে l 

করোনার তথ্য গোপন ও রেশন দুর্নীতি নিয়ে সংবাদ তাঁদের চ্যানেলে বার বার শোনা গেছে l তাঁদের সংবাদের জেড়ে অনেক মানুষের হাতে পৌঁছে গেছে রেশন সামগ্রী l 

টিভি চ্যানেলের দাবী সরকারের  কোন যান্ত্রিক ত্রুটি নয় কেবল চ্যানেলগুলি তাঁদের চ্যানেল এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে "রাজরোষে' l 
source: calcutta news fb 

তাদের দাবী আমাদের সম্প্রচার ঠিকই আছে কোনো যান্ত্রিক গোলযোগ নেই ইচ্ছে করেই এই ঘটনা ঘটানো হয়েছে l 

এই নিয়ে বিরোধী দলের নেতারা সোচ্চার হয়েছেন ইতিমধ্যে,  সিপিআই এম, কংগ্রেস ও বিজেপির নেতৃত্ব জানিয়েছেন বাংলায় সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, নিজেদের কেলেঙ্কারি ঢাকতেই এই ব্যবস্থা l

সুজন চক্রবর্তী বলেন- " আবার সেই একই খেলা । সম্প্রতি প্রিন্ট অথবা মিডিয়া বারবার রোষানলে পড়ছে মুখ্যমন্ত্রীর। ধমক, চোখরাঙানি তারপরেই চ্যানেল বন্ধ থাকছে। রাজরোষের শিকার! আগে অন্যান্য মাধ্যমে হয়েছে, এখন কি CN  চ্যানেলের পালা? একে করোনা বিপর্যয়, সাথে 'আমফান' ের বিপদ। এমন সময় বেছে নেওয়া হল কণ্ঠরোধের? ছিঃ সর্বনাশা স্বৈরাচারী এই প্রবনতা বন্ধ হোক।' 

Ad Code